খাবারে তেলাপোকা পেয়ে রাবিতে ডাইনিং ভাংচুর, প্রাধ্যক্ষরের রুমে তালা

রাবি প্রতিনিধি:
খাবারের ভিতরে তেলাপোকা পেয়ে ডাইনিং ভাংচুর করে, হল গেট ও প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে শিক্ষার্থীরা ডাইনিং খেতে গেলে খাবারের সাথে পোকা পায় এবং এ ঘটনার প্রেক্ষিতে তারা এই ভাংচুর করে বলে জানা যায়।

শিক্ষার্থীরা জানায়, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় তারা ডাইনিং ভাংচুর করে হলের মেইন গেটে ও প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে তারা তেরোটি দাবির জানান। দাবি সমূহ হল- হলের খাবারের মান বৃদ্ধি, হলের অভ্যন্তরে পর্যাপ্ত ডাস্টবিন ও পরিস্কার রাখা, গোসলখানা ও টয়লেট আধুনিকায়ন, গেমস্ রুমে পর্যাপ্ত খেলার সরঞ্জামাদির ব্যবস্থা, রিডিং রুমের সংস্কার, পত্রিকা রুম সংস্কার, ইন্টারনেট সমস্যা সমাধান, হল কর্মকর্তা কর্মচারীদের শোভনীয় আচরণ, টিভি রুম সংস্কার, মসজিদের মাইক-ওজুখানা সংস্কার, হলের সৌন্দর্য বৃদ্ধিকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘ আমরা সবচেয়ে পুরোনো একটা থাকি তবে এর নির্মাণ কাজ কত আগের সেটাও আমরা জানি না। কবে আমরা কোন দূর্ঘটনার স্বীকার হবো সেটা বলাও দ্বায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় এখানে আমরা কম সুযোগ-সুবিধা পায়। ডাইনিংয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করানো হয়। পরিবেশও ততো ভাল না। রাত আট টার পর আর খাবার পাওয়া যায় না। এছাড়া হলের টয়লেটের বেহাল দশা, হলে রিডিং রুম নেই, ফলে লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা ভাংচুর করেছে শুনে আমি প্রক্টরসহ ঘটনা স্থলে যাই। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হইছে তা এখনো নির্ণয় করা হয়নি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এতো কিছু হল প্রাধ্যক্ষের পক্ষে করা সম্ভব না। কিন্তু যেগুলো করা সম্ভব তা আমরা অতি দ্রুত করবো। আর যেগুলো বড় বাজেটের তা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম, তবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আগামী বৃহস্পতিবারের মধ্যে হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছি এবং খাবারের মান ভাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।’

স/অ