রাজশাহীতে প্রাইভেট কারে আগুন

নিজস্ব প্রতিবেদক:

‘কারে বসে সেল্ফ দিতেই আগুন। সখের কারটি চোখের সামনে পুড়লো। আর চেয়ে চেয়ে দেখলেন মালিক রফিকুল ইসলাম।কিছুই করার ছিলো না তার। তারাহুড়ো করে নেমে ফায়ার সার্ভিসে ফোন দেন।ফায়ার সার্ভিস আসতে আসতে ততোক্ষণে পুড়ে গেছে সখের কারটি।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিলসিমলা এলাকায় এই ঘটনা ঘটে।

কারটি পুড়ে যাওয়ার পরে মালিক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন- ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে গাড়ি আসতে দেরি করেছে।এছাড়া আগুন লাগার কারণ তিনিও বুঝতে পারছেন না।

জানা গেছে- বিলসিমলায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রাইভেট কারটি ( ঢাকা মেট্র গ /১৭-৪৭৪৭) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রফিকুল ইসলাম নগরীর নওদাপাড়ার বড়বন গ্রাম এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়েন্ত্রণে আনেন।

এবিষয়ে ফয়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স/জে