রাজশাহীতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।শনিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর জিরোপয়েন্ট ও রাজশাহী কলেজ গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন,‘ করোনা মহামারির জন্য আমারা এক বছর পিছিয়ে পড়েছি। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, এর মধ্যেই সরকার আবার আবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানিনা।’

শিক্ষার্থীরা আরো বলেন,ঢাবি অধিভূক্ত সাত কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হযেছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তাদের দবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের দাবিও মানতে হবে। কারো দাবি মেনে নেওয়া হবে-কারো হবেনা এরকম বৈষম্যমূলক আচরণ চলবেনা।

স/জে