রাজশাহীতে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসবে কয়েকজন কলেজ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

ঈদ উপলক্ষে রাজশাহীতে কয়েকজন কলেজ শিক্ষার্থীর উদ্যোগে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে রাজশাহী রেল স্টেশনে এ উৎসবে বেশকিছু পথশিশুদের হাত মেহেদী দিয়ে রাঙিয়ে দেয়া হয়।

সাজিয়া সুলতানা মিম নামের এক কলেজছাত্রী ও তার সহপাঠিরা এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়।

রাজশাহী নিউ গর্ভেমন্ট ডিগ্রি কলেজ ছাত্রী সাজিয়া সুলতানা মীমের উদ্যোগে গড়ে তোলা ‘টুকরো হাসি’ সংগঠনের পরিবার এবার এ মেহেদী উৎসবের আয়োজন করা হয়।

পরে সাজিয়া সুলতানা মীম তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, ‘কিছু পথশিশুদের হাতে রাঙ্গিয়ে দিলাম রং। দারুণ ছিলো তাদের কথাগুলি! ভালোই মজা করলাম সময়টুকু। ঈদে সবাই সামান্য হলে ও যেন আনন্দ করুক।

এদিকে মেহেদীর রংএ হাত রাঙিয়ে আনন্দে মেতে উঠে পথশিশুরা। কষ্টে যাদের জীবন গড়া তাদের ঈদ আনন্দে এবার বাড়তি পাওয়া হিসেবে যোগ হয় মেহেদীর রং-এ হাত রাঙানো। ফলে বাড়তি আনন্দের ছায়া ফুটে ওঠে তাদের চোখে-মুখে।

এসময় উপস্থিত ছিলেন টুকরো হাসি’ সংগঠনের সদস্য বাবলি, আনিকা, সাব্বির, বিশাল ও পরাগ।

স/আর