রাজশাহীতে নির্মূল কমিটি স্টুডেন্ট ফ্রন্ট’র সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর স্টুডেন্ট ফ্রন্ট’র প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরীর সাহেব বাজারের মুনলাইট গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, লেখক সাংবাদিক ও কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইমা খাতুন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর নির্বাহী সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার, নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সহসভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ।
স/শ