রাজশাহীতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

করোনা আতঙ্কে বাজারের বাড়তি দাম নিয়ন্ত্রণে রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে চালের দাম অতিরিক্ত হারে আদায় করার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চালের দাম বৃদ্ধি করায় দুই চাল ব্যবসায়ীক এবং এক আঁদা ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়। এদের মধ্যে চাল ব্যবসায়ী আবুল হাসানকে ৫০ হাজার টাকা, সালামকে ১০ হাজার টাকা এবং আঁদা ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জেলা প্রশাসন থেকে বাজার দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আলু ১৮ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৬০ টাকা ও আদা ১০০ টাকা ধার্য করা হয়েছে।

 

স/স্ব