রাজশাহীতে ট্রলি ও ট্রেনের টাউলীর সংর্ঘষে আহত চার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় একটি ইটবাহী ট্রলি ও ট্রেনের টাউলীর (রেললাইন পরিদর্শন করা যানবাহন) মুখোমুখি সংর্ঘষে চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বুধপাড়া গনি মিঞার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

আহতরা হলেন, টাউলীর ডাইভার সেরাজুল ইসলাম ও বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় যুবক সাফিউল্লাহ ও আল আমিন সিল্কসিটিনিউজকে জানায়, ট্রেনের টাউলীটি হরিয়ান স্টেশনের দিক থেকে আসছিলো। আর ইটবাহী ট্রলিটি রেললাইনের উত্তর পাশ থেকে দক্ষিণের পাশে যাচ্ছিলো। তারা আরো বলেন, ট্রলিতে যারা কাজ করে তারা রেলইনের কাছেও এসে কোন দিকে না দেখে উঠে পড়ার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।

রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল সিল্কসিটিনিউজকে জানায়, বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিচ্ছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির সিল্কসিটিনিউজকে বলেন, আহত তিনজনকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স/আ