রাজশাহীতে জেলা বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা, সভাপতি লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় বাতিল করে নি:শর্ত মুক্তির দাবিতে রাজশাহী জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে কাটাখালি পৌরসভা এলাকায় আয়োজিত এক সমাবেশ শেষে লিফলেট বিতরণ শুরু হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সাদা পোষাকে পুলিশজেলা বিনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে লাঞ্চিত করে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে দলের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীর কাটাখালি বাজারে লিফলেট বিতরণ উপলক্ষে পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তপু আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণের বের হলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় কিছু লিফলেট কেড়ে নেয়া হয় নেতাকর্মীদের কাছে থেকে।

পরে আবারো লিফলেট বিতরণ শুরু করলে সাদা পোষাকে কয়েকজন পুলিশ এসে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর কাছ থেকে লিফলেট কেড়ে নেয়। তাকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে লাঞ্চিত করা হয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পর সভাপতি তোফাজ্জল হোসেন তপু নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানতে চাইলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ন কর্মসূচী পালন করছিলাম। এ সময় পুলিশ আমাদের কর্মসূচীতে বাধা দিয়ে সভাপতিকে লাঞ্ছিত করে। দেশে গণতন্ত্র আছে কি নেই তা আজ জনগণ ভালভাবেই বুঝতে পারছে।’

কাটাখালি থানার ওসি মেহেদী হাসান বলেন, বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে না যাওয়ার জন্য  অনুরোধ করা হলেও তারা রাস্তার উপর লিফলেট বিতরণ করে। এতে পুলিশ বাধা দিয়েছে। তবে লিফলেট কেড়ে নেয়া বা কাউকে লাঞ্ছিত করা হয়নি।

জেলা বিনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে  উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, মহানগর বিএনপি’র সিনিয়র-যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া, রায়হানুল আলম রায়হান, ওয়াদুদ হাসান পিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দুর্গাপুর বিএনপির সভাপতি গোলাম সাকলাইন, পুঠিয়া বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টু, দূর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাসান সুমন, চারঘাটের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, কাটাখালি পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ইদু, যুগ্মসম্পাদক আকুল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুউজ্জামান আসাদ, নওহাটা পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন শেখ, হরিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, পারিলা ইউপি বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপল, মহানগর স্বেচ্ছাসেবকের যুগ্ম-আহ্বায়ক নুসরাত রিজভী, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক পিয়স আলী উপস্থিত ছিলেন।

স/অ