রাজশাহীতে ছয় জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৩

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে ছয় জামায়াত কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, পুলিশের নিয়মিত অভিযানে রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১২ জন, শাহমখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ, ৬ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 
বোয়ালিয়া মডেল থানা পুলিশ মিরা খাতুন(২০)কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ কাওছার আহম্মেদ বাপ্পী(১৯) কে ৬০ পিচ ইয়াবাসহ আটক করে।
মতিহার থানা পুলিশ ফিরোজ ওরফে বাবু(৩৬) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে।
ডিবি পুলিশ মানিক হোসেন(২৩) কে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে।
এছাড়াও মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশ তোফাজ্জল হোসেন মনি(৪০)নামক জামায়াত কর্মীকে আটক করে।
মতিহার থানা পুলিশ শাহজাহান(৪৫), আনোয়ার হোসেন(৩৫) নামক জামায়াত কর্মীদ্বয়কে আটক করে। শাহমখদুম থানা পুলিশ মাসুদ রানা(৩০), রানা (২৫), রহমত হোসেন(৩০) নামক শিবির কর্মীদেরকে আটক করে।

 
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স/শ