রাজশাহীতে একদিনে ৮৮ জনের করোনা শনাক্ত, নগরীর ৬১

নিজস্ব প্রতিবেদক:

নগরীর ৬১ জনসহ রাজশাহীতে একদিনে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার দুই ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ পরিমাণ করোনা শনাক্ত হয় জেলায়। যার সিংহভাগ নগরীর বাসিন্দা। এতে করে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালও ১১৭৩ জনে। এর মধ্যে নগরীর হলো ৮৬০ জন। ল্যাব থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী এ তথ্য পাওয়া যায়।

আক্রান্তরা হলেন, রাজশাহীর রাজপাড়া এলাকার আলিমুল রেজা (৪২), দুর্গাপুর উপজেলার নাসির আহমেদ (২৯), নাটোরের লালপুরের রায়হান (২৩), নগরীর অদূরে কাটাখালী এলাকার মাজেদুর রহমান (৩৫), নগরীর ঘোষপাড়া এলাকার সানজিদা, পুঠিয়ার মাহবুবুর রহমান (৪৮), নগরীর বোয়ালিয়া এলাকার আব্দুল মজিদ (৬২), নওগাঁর রফিকুল ইসলাম (৩৭), রাজশাহীর ফেরদৌসী সরকার (৫৪), ফাতেমা বেগম(৬৪), আলমগীর হোসেন (৩৮), হাফিজা (৫), রফিকুল ইসলাম (৩২), রাকিবুল ইসলাম (৩৮), রামেক হাসপাতালে কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন (৪৬), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আফজাল হক (৬৮), পুঠিয়ার আজিজুর রহমান, হাসিবুর রহমান, জামিল মাহমুদ ও মোশাররফ হোসেন, নগরীর তিন নম্বর ওয়ার্ডের শারমিন (২৯), ৬ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম (৩৯), মিম (২১), ১৪ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম (৪৫), ২১ নম্বর ওয়ার্ডের শরিফা (৪১), ১২ নম্বর ওয়ার্ডের আশরাফ সিদ্দিকী (৫৩), তানোরের মোখলেসুর রহমান ও আলতাব হোসেন, রাজশাহীর পুলিশ হাসপাতালের সাজু শেখ, আব্দুল খালেক, বিহিন উদ্দিন, টিএসআই রফিক, মিশন হাসপাতালের মুক্তা বেগম ও আব্দুস সাত্তার, রামেক হাসপাতালে আলমগীর হোসেন, মিশন হাসপাতালের ফিরোজ, রামেক হাসপাতালের লক্ষ্মীরাণী, বাগমারার আবুল বাশার, ওয়াহিদুল হাসান, ইউনুস আলী শাপলা, রামেকের আহসান হাবীব, নগরীর ছয় নম্বর ওয়ার্ডের উম্মে ফারজানা, ২৪ নম্বর ওয়ার্ডের তামান্না ইয়াসমিন, রামেক হাসপাতালে জিন্নাত ইয়াসমিন, ডাক্তার জোহান মেহেরওয়ার হোসেন, রামেক হাসপাতালে জাকিয়া সুলতানা, জহুরা খাতুন, মেরিনা খাতুন, মিজানুর রহমান, সুলতান হোসেন, শাহাদত হোসেন, আয়েশা নাজনীন, লিয়াকত আলী, ইব্রাহিম, র্যাব৫ এর রেজাউল হক, ও রায়হান আলী, মিশন হাসপাতালে কৃষ্ণ কুন্ডু, আশরাফুজ্জামান, এনামুল হক, তসলিমা উদ্দিন, আফজাল হোসেন ও আজজাল ইসলাম।

স/আর