রাজশাহীতে একদিনে বাড়লো আরও ৯৭ করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে একদিনে আরও ৯৭ জন করোনা রোগী বেড়েছে। গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাদের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীতেই বেড়েছে ৬০ জন। গতকাল রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগী ছিলো ২১০৮ জন। এর মধ্যে নগরীতে ছিলো ১৬৬৬ জন। কিন্তু সোমবার সকোলে সেটি হয়েছে ২২০৫ জন। আর নগরীতে গিয়ে দাঁড়িয়েছে ১৭২৬ জন।

এদিকে মারা গেছেন এখন পর্যন্ত ৮ জন, সুস্থ হয়েছেন ৭৬০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪২৮ জন।

রাজশাহী নগরীর বাইরে জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের চিত্র হলো-বাঘায় ৪৭জন, চারঘাটে ৩৯ জন, পুঠিয়ায় ৩১ জন, দুর্গাপুরে ২৭জন, বাগমারায় ৫৪ জন, মোহনপুরে ৭৩ জন, তানোরে ৬৪ জন, পবায় ১১৩ জন ও গোদাগাড়ীতে ৩১ জন।

স/আর