রাজশাহীতে আরো ১০টি সেলুন পাঠাগারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে উদ্বোধন করা হলো ১০টি সেলুন পাঠাগার। কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহীর উদ্যোগে পরীক্ষামূলক ভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এর উদ্বোধন করা হয়।

এগুলো হলো- মহিষবাথান, ভেড়িপাড়া মোড়, ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়, রাজপাড়া, সফিয়ানের মোড়, কোর্ট স্টেশন, কোর্ট অক্টর মোড়, মহিষপাড়া উত্তরপাড়া।

আজ শনিবার (২ মার্চ ) সকালে মহিষবাথান কাউন্সিলর কার্যালয় থেকে ১০ টি সেলুন পাঠাগারের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কমরু।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোগক্তা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সাংবদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বিশিষ্ঠ সমাজসেবক মাহাবুব কামাল, হাফিজ উদ্দিন, ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক প্রমুখ।

সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোগক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৩শ পাঠাগার করার ইচ্ছা আমার। কারণ কর্মব্যস্থতার মধ্যে সবার গণগ্রন্থাগারে গিয়ে বইপড়ার সময় হচ্ছেনা। তাই হাতের কাছেই বইপড়ার ব্যবস্থা করতে চাই।

তিনি আরো জানায়, সেলুন ভিত্তিক পাঠাগার এটাই দেশের প্রথম, কারণ এর আগে কেউ একসাথে তিনশ সেলুন ভিত্তিক পাঠাগার করার উদ্যোগ নেইনি। কেন্দ্রীয় কিশোর পাঠাগারই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন যা রাজশাহী মহানগরী থেকেকার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য গত একুশে ফের্রুয়ারিতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ১০টি সেলুনে পরীক্ষামূলক ভাবে সেলুন পাঠাগার কার্যক্রম শুরু হয়।

 

স/আ