রাজশাহীতে আধুনিক কশাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবদক:

রাজশাহী মহানগরীর ২৮নং ওয়ার্ডের কাজলায় আধুনিক কশাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে মাটি কেটে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

প্রাথমিক পর্যায়ে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৩ বিঘা এরিয়ায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনকালে মেয়র বলেন, মহানগরীতে যত্রতত্র পশু জবাই বন্ধ করে নির্দিষ্ট স্থানে পশু জবাই করে জীবনামুক্ত এবং স্বাস্থ্য সম্মত মাংস মহানগরবাসী নির্বিঘ্নে খেতে পারে এজন্য এ কার্যক্রমের উদ্বোধন করা হলো।
এ সময় রাসিকের কাউন্সিলর সর্বজনাব কামরুজ্জামান, শাহজাহান আলী,  আবদুস সোবহান লিটন, আশরাফুল হাসান বাচ্চু, মনসুর রহমান,  রবিউল আলম মিলু, বেলাল আহমেদ, মনির হোসেন, নাসিরা খানম, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান, সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

স/অ