জামাইয়ের পিটুনিতে আহত শাশুড়ী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বাড়ির দরজা ভেঙ্গে শাশুড়িকে শারীরিক নির্যাতন করছে জামাই। জামাইয়ের হাতে পিটুনি খেয়ে আহত হয়ে শাশুড়ি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মান্দা উপজেলার দক্ষিন মৈনম গ্রামে গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

আহত শাশুড়ী হলেন, উপজেলার দক্ষিন মৈনম গ্রামের আঃসালামের স্ত্রী রেনুকা (৩০), শ্যালকইমরান (১২)।

আহত রেনুকা জানান, তার দেবরের মেয়ে কবিতার সঙ্গে বিয়ে হয় রফিকুল ইসলামের। বিয়ের পর থেকেই নানান কারণে দেবর আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মরিয়ম এর প্ররোচনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নির্যাতন করে আসতো।

তিনি আরো জানান, রবিবার জমি সংক্রান্ত বিষয়ে দেবর, জা এবং জামাই রফিকুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল ইসলাম, কবিতা, মরিয়ম, আবুল কালাম আজাদ সহ ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠি সোটা দিয়ে মারপিট করে তাদের আহত করে বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসব ঘটনায় তার পিতা কোকা সরদার বাদি হয়ে ইতো মধ্যেই জামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স/অ