রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিন প্রতারক

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- অলকার মোড়েরর শ্রী রতন সরকারের ছেলে  শ্রী প্রতাপ সরকার (৪২), সাহেব বাজার মাষ্টারপাড়ার মোঃ মামুনের ছেলে শহিদুল হাসান রনি (৩৫), বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মো. মাসুম (৩৫)।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানায়, নগর গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আমিনুর রহমান  গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার  বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজম হোসেন @বাবু’র বাড়ির এক তলা ছাদের বর্ধিত অংশের উত্তর-পূর্ব কোন একটি বিদেশী স্বচল কাটা বন্দুক উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে বর্ণিত ঘটনাস্থলে পূর্ব শত্রুতাবশত বাড়ির মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোন পক্ষ ছাদের কার্নিস বেয়ে এসে অস্ত্রটি রেখে যেতে পারে। পরে  অভিযান পরিচালনা করে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ঘটনার সাথে জড়িত থাকায় তিন জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

স/আ