রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবাসিক এলাকা থেকে অনাবাসিক ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান অব্যাহত রয়েছে।বুধবার রাজউক তৃতীয় দিনের অভিযান শুরু করে বনশ্রী আবাসিক এলাকায়।

বেলা ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন এবং রামপুরা থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় বনানী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের কাছে ছয় মাসের সময় চান। তিনি বলেন, এই এলাকায় ১২০টি ভবনে প্রায় ৪০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

এসব প্রতিষ্ঠানে প্রায় সাত হাজার কর্মী কাজ করে। তাই এই কর্মীদের কথা চিন্তা করে সময় চাচ্ছেন তিনি। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান অব্যাহত রাখেন।এই এলাকায় বাটা, অ্যাপেক্স, বেলমন্ট, মিনা বাজারসহ বেশ কিছু শোরুম রয়েছে। এ ছাড়া অনেকগুলো উন্নতমানের রেস্টুরেন্টও রয়েছে।

সূত্র: রাইজিংবিডি