রহনপুর পৌর মেয়রসহ গ্রেফতার ২৬ জনের মুক্তির দাবিতে মানববন্ধন


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ গ্রেফতার হওয়া পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পৌর পরিষদের সদস্য ও কর্মকর্তাওকর্মচারীরা। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে রহনপুর পৌর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন- পৌর সচিব খায়রুল হক, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু, পৌর কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়শনের সভাপতি সৈয়দ আবদুল মুকিত আপেল, সম্পাদক ইসমাইল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী বেগম, সাবেক কাউন্সিলর মোজাহার হোসেন প্রমুখ।

এদিকে মঙ্গলবার রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ  গ্রেফতার অন্যদের পুনরায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত বিচারাধীন একটি মামলায় রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,পৌর পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীসহ ২৬ জনের জামিন না- মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এএইচ/এস