ধামইরহাটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ 


ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার নতুন অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়। এসময় ৮৪ জন জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেন।

জানা গেছে, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টির মধ্যে খেলনা ইউনিয়নে একজন পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়নের গেজেট প্রকাশিত না হওয়ার কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান, ৩জন সংরক্ষিত সদস্য ও ৯জন সাধারণ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় মঙ্গলবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের ২১জন সংরক্ষিত সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্যের শপথ বাক্য পাঠ করান। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ইউপি সদস্য মোসা. বেনজির, মো.জাহাঙ্গীর আলম মুসা।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মো.ওসমান আলী, ইউপি চেয়ারম্যান মো.ঈসমাইল হোসেন মোস্তাক প্রমুখ। এর আগে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান  উপজেলার সাতজন নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

এএইচ/এস