রহনপুর পৌর এলাকায় আশংকাজনক হারে চুরি বৃদ্ধি


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় সম্প্রতিআশংকাজনক ভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আশেপাশে সম্প্রতি দুটি দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার ভোর রাতে পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দূরে রহনপুর ডাকবাংলো রোডে সজীব টেলিকম ও রকমারি ষ্টোরে দূর্ধষ চুরি সংঘটিত হয়। চোর ওই দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

ওই দোকানে চুরির ঘটনায় পাশের বাসার সিসিটিভিতে একজন হেলমেট পড়া চোরের অস্ত্বিত্ব পাওয়া যায়। এ ঘটনায় মালিক মোজাহারুল ইসলাম ফাঁড়িতে একটি জিডি দায়ের করেলও তা মঙ্গলবার পর্যন্ত এন্ট্রি করা হয়নি।

এছাড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে অবস্থিত কৃষি বিভাগের ট্রেনিং সেন্টার থেকে সম্প্রতি নবাগত কৃষি কর্মকর্তার মোবাইল ফোনসহ নগদ অর্থ খোয়া যায়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে ছোট -খাট চুরি অব্যাহত রয়েছে।

হঠাৎ পৌর এলাকায় চুরি বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী জানান, কয়েকজন চিহ্নিত মাদকসেবী পৌর এলাকার বিভিন্ন স্থানে এ চুরি গুলো সংঘটিত করছে। এদের কয়েকজনকে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স/রি