যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

সিল্কসিটি নিউজ ডেস্ক: ইউক্রেন নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সে দেশ থেকে সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে পারে।’ মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে তিনি সেনা পাঠাতে পারবেন না। এদিকে তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে বাইডেন বলেন, ‘আমেরিকানদের এখনই (ইউক্রেন থেকে) চলে যাওয়া উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। এটি একটি খুব ভিন্ন পরিস্থিতি এবং পরিস্থিতি শিগগিরই খারাপ হয়ে যেতে পারে।’

প্রয়োজনে আমেরিকানদের উদ্ধারে বাইডেন ইউক্রেনে সেনা পাঠাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমেরিকা এবং রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলে তা হবে বিশ্বযুদ্ধ। আমরা আগের থেকে খুব আলাদা একটি পৃথিবীতে আছি।’

ইউক্রেন নিয়ে উত্তেজনার পারদ ক্রমাগত উপরে উঠতে থাকায় দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যেতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করলেও রাশিয়া শুরু থেকেই বলে আসছে, প্রতিবেশী দেশটিতে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই ধারণা, যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাবে মস্কো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গতকাল শুক্রবার বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া আরও বাহিনী পাঠিয়েছে এবং যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে।তিনি বলেন, ওয়াশিংটন ইউক্রেন দূতাবাস থেকে স্টাফ সরিয়ে নিচ্ছে এবং মার্কিন নাগরিকদের আবারও অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগে যেমনটি বলেছি, আমরা এমন এক জায়গায় আছি যেখানে যে কোনো সময় আগ্রাসন শুরু হয়ে যেতে পারে। আর স্পষ্ট করে বললে, বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস চলার এই সময়েও তা হতে পারে।’

পোল্যান্ডে মার্কিন যুদ্ধবিমান :ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। গত বৃহস্পতিবার সেগুলো দেশটির লাস্ক শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করে।

ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে ন্যাটোও পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে এরই মধ্যে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরই ধারাবাহিকতায় এবার যুদ্ধবিমান পাঠানো হলো। পোল্যান্ডে এফ-১৫ পৌঁছানোর বিষয়টি বৃহস্পতিবারই এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক।

সূত্র: সমকাল