যে কারণে ‘ময়ূরাক্ষী’ ছেড়েছেন শিরিন শিলা

রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শিরিন শিলা। দিয়েছিলেন শুটিংয়ের শিডিউলও। শেষ পর্যন্ত ছবিটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটা করে জানিয়েছেনও।

ছবিটি ছাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন ‘দেখনা ও রসিয়া’ গানের অভিনেত্রী। বলেন, ‘শুরুতে আমাকে যেভাবে গল্প শোনানো হয়েছিল শুটিংয়ের আগেই দেখছি গল্প বদলে গেছে। আমার চরিত্রটিও খুব ছোট মনে হয়েছে, এক কথায় অপ্রয়োজনীয়। তাই নির্মাতাকে বলেছি আমাকে না রাখতে। ডিপজল, ইমন, নিরবসহ একাধিক তারকার সঙ্গে প্রধান নায়িকা হিসেবে কাজ করছি। এতো ছোট চরিত্রে অভিনয় করতে চাই না। ’

kalerkantho

শিরিন শিলা আরো বলেন, ‘ছবিটির শিডিউল নিয়েও ঘাপলা হয়েছে। পরিচালক আরো আগে ছবিটির শুটিং করতে চেয়েছিলেন। বারবার সেটা পিছিয়ে এমন সময়ে এনেছেন যখন আমি অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এখন অন্য ছবির শিডিউলে আমি এই ছবির শুটিং করবো কী করে!’

এদিকে শিরিন শিলার পরিবর্তে সাদিয়া আফরিন মাহিকে নিয়েছেন পরিচালক। এই খবরও রেখেছেন শিরিন শিলা। মাহিকে অভিনন্দন জানিয়ে শিলা বলেন, ‘আমি তাঁদের শুভেচ্ছা জানাই। ছবিটি হোক এটাই আমার প্রত্যাশা। ’

এ বিষয়ে কথা হয় পরিচালক রাশিদ পলাশের সঙ্গে। তিনি বলেন, ‘শিলার হাতে বেশ কিছু কাজ আছে। আমার সঙ্গে তার শিডিউল মিলছিল না, তাই তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে আগে যেমন সুসম্পর্ক ছিল আশা করি সেটা বাজায় থাকবে। ’

‘ময়ূরাক্ষী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি, আছেন সুদীপ বিশ্বাস দীপও।

শিরিন শিলা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘হিটম্যান’, ‘মিয়াবিবি রাজি’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’। মুক্তির অপেক্ষায় আছে বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘এক কোটি টাকা’, রোশানের সঙ্গে ‘ফাইটার’, ডিপজলের সঙ্গে ‘ঘর ভাঙা সংসার’, ইমনের সঙ্গে ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও শাহেদ শরীফ খানের সঙ্গে ‘বীরাঙ্গনা ৭১’।

 

সূত্রঃ কালের কণ্ঠ