বুধবার , ১৫ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মা হারালেন অভিনেত্রী তন্নী

Paris
মে ১৫, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায়। ধারাবাহিক নাটক মিঠাইয়ে অভিনয় করে ভক্তদের মন জায়গা করে নিয়েছেন। সম্প্রতি অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতেও জমিয়ে আনন্দ করেছেন। সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। হঠাৎ ফেসবুকে তন্নী মায়ের হাত হাত রেখে আবেগঘন স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর খবর জানালেন।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ’মা ও মা! এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বাইরে যাওয়ার সময় বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত না আমি গাড়ির ভেতর যেতাম। সবাইকে নিজের হাতে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাও নি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ। মা তুমি বাবাকে চলে যেতে দেখেছ। এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই?।’

মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তন্নী বলেন, ’তুমি দেখেছ আমার প্রথম নিশ্বাস, আমি দেখলাম তোমার শেষ নিশ্বাস। অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে  আওয়াজ করে নিশ্বাস নেওয়ার এক পর্যায়ে আওয়াজ কমে আসলো। কিন্তু নিশ্বাস তখনও চলছে। ভাবলাম এই তো এবার ফিরছ বোধহয়! কিন্তু, খেয়াল করলাম তোমার চোখের পাতা নড়ছে না।’

তন্নী আরও লিখেছেন, ’ডাক্তার এসে বলল আর কিছুক্ষণ। আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাকে ডাকছিলাম। মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। ধীরে ধীরে মা মৃত্যুর কোলে ঢলে পড়লো।’

অভিনেতা দেবলীনা কুমার,  ধ্রুব জ্যোতি সরকার তন্নীর মায়ের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করেছেন। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে মনকে শক্ত করার কথা বলেছেন।

সর্বশেষ - বিনোদন