যে কারণে বন্ধ হলো ঢাবির করোনা পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অসহযোগিতা এবং পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তের ল্যাব। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে (কারস) স্থাপিত করোনা শনাক্তের এই ল্যাব বন্ধ করে দেওয়া হয়। সাধারণ ছুটি তুলে নিয়ে সীমিত পরিসরে বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয় বলে জানানো হয়েছে। তবে ৩১ মে পর্যন্ত ল্যাবটি চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হতে না হতেই বন্ধ করে দেওয়া হলো করোনা শনাক্তের এই ল্যাবটি।

এ সম্পর্কে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আনা যন্ত্রপাতি দিয়ে করোনা পরীক্ষার জন্য আমরা এগিয়ে এসেছিলাম। কিন্তু এখন শিক্ষার্থীদের কথা চিন্তা করে যন্ত্রপাতিগুলো নিজ নিজ বিভাগে আবার স্থাপন করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম বন্ধ করেছি। আগে থেকেই কথা ছিল ৩১ মে পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। গত ২৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ