উহানের ১ কোটি বাসিন্দার পজিটিভ মাত্র ৩০০ জন

মাত্র দুই সপ্তাহে শহরের প্রায় এক কোটি বাসিন্দার কোভিড-১৯ পরীক্ষা করেছে উহান কর্তৃপক্ষ।

এ পরীক্ষায় মাত্র ৩০০ জনের মতো রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ছয় বছরের নিচের শিশুদের অন্তর্ভুক্ত করা হয়নি। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, উহানের বাসিন্দাদের আর কেউই করোনা পরীক্ষার বাইরে নেই। সবারই পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উপসর্গবিহীন নতুন এ ৩০০ রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। অ্যাসিম্পটোমেটিকদের করোনার নিশ্চিত রোগী হিসেবে গণনা করে না চীন। তবে তাদের পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত বাধ্যতামূলক আইসোলেশন করা হয়েছে।

সোমবার পর্যন্ত মাত্র ১৫ দিনেই উহানের ১ কোটি ১০ লাখ বাসিন্দার মধ্যে ৯ লাখ ৮০ হাজারের বেশি জনের পরীক্ষা করা হয়েছে।

গত ১৪ মে এ পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১ জুন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তাদের মধ্যে মাত্র ৩০০ জনের ফল পজিটিভ এসেছে।

চীনের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের উপপরিচালক ফেং জিজিয়ান বলেছেন, ‘এ সংখ্যা থেকেই প্রতীয়মান হয় যে উহান এখন সবচেয়ে নিরাপদ শহর।’

 

সুত্রঃ যুগান্তর