যুগান্তর ও যমুনা টিভির বিরুদ্ধে মামলার ঘটনায় আরইউজে’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক যুগান্তর ও যমুনা টিভির বিরুদ্ধে প্রাণ-আরএফএল গ্রপের মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। বুধবার আরইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং জনাব আলী সিল্কসিটিনিউজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেন।

বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ বলেন, দৈনিক যুগান্তর এবং যমুনা টিভির বিরুদ্ধে প্রাণ-আরএফল গ্রুপের দুই হাজার কোটি টাকার দায়েরকৃত মানহানির মামলা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করবে। এর ফলে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবে। আমরা অবিলম্বে এ মামলার প্রত্যাহার দাবি করছি। অন্যথায় গণমাধ্যমকর্মীরা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

একইসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, সদস্য আনু মোস্তফা ও জাবীদ অপু মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছেন।

স/শা