যুগপৎ আন্দোলন জোরদারে একমত বিএনপি-গণতন্ত্র মঞ্চ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সরকার হটানোর যুগপৎ আন্দোলন আরো জোরদারে সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঢাকায় বেগবান করার বিষয়ে আলোচনা করেন দুই দলের নেতারা। আজ শুক্রবার বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র মুক্ত করতে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আরো বৃহত্তর ঐক্য সৃষ্টি করে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি সে ব্যাপারে একমত হয়েছি।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা ঢাকা মহানগরে তৎপরতা যাতে বাড়ানো যায় সেই কথা বলেছি। আমরা গণতন্ত্র মঞ্চ দেখেছি যে, বিএনপি মহানগর ঢাকায় কয়েকটা অনুষ্ঠান ঘোষণা করেছে। আমাদের কাছে মনে হয়েছে যে অনুষ্ঠান কার্যকর হতে পারে। আমরা এটাকে সমর্থন করেছি। ভালো কর্মসূচি হয়েছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম দফা নির্ধারণের আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। আমরা বিশ্বাস করি, আমরা ন্যূনতম দফার বিষয়টা একটা যৌথ ঘোষণা মধ্য দিয়ে অচিরে আপনাদের কাছে আসবে।

জাতীয় সংসদে দেওয়া আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এটা একেবারে পুরোপুরিভাবে ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত, বানোয়াট একটা কথা। এটা মিথ্যা কথা।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য আ স ম আবদুর রব, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম ও নুরুল হক নূর উপস্থিত ছিলেন।

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উলস্নাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে অংশ নেন।

সূত্র: কালের কণ্ঠ