যুক্তরাষ্ট্রে হাসপাতালে খাবার পৌঁছে দিচ্ছে মুসলিমরা

চলতি বছর পবিত্র রমজানে নজির স্থাপন করল যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডিয়ারবোর্নের মুসলিমরা।

করোনা মহামারীর মধ্যে স্থানীয় হাসপাতালগুলোর জন্য খাবার পৌঁছে দিচ্ছে তারা। প্রতি বছর রমজান মাসে মুসলিমদের জন্য সাহরি এবং ইফতারের ব্যবস্থা করত ডিয়ারবোর্নে থাকা দেশটির সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি।

তাই রমজানের সময়টা বেশ ব্যস্ততার মধ্যে কাটত কমিউনিটির এই দায়িত্বশীলদের। তবে এই বছর করোনার কারণে মুসলিম কমিউনিটি একেবারেই ভিন্ন উদ্যোগ নিয়েছে।

হামারীর বিরুদ্ধে চলমান যুদ্ধে করোনা রোগীদের সেবা নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের অনেককেই খাবার সমস্যায় পড়তে হচ্ছে। লকডাউনের কারণে রেস্টুরেন্ট-ক্যাফে বন্ধ থাকায় এই সমস্যা তীব্র হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর