‘যান্ত্রিক ক্রটির’ কারণে অবতরণে বাধ্য হলো কমলা হ্যারিসের উড়োজাহাজ

রোববার (৬ জুন) প্রথম আন্তর্জাতিক সফরে গুয়েতেমালায় যাওয়ার পথে উড্ডয়নের পরপরই কারিগরি ত্রুটির ফলে  অবতরণে বাধ্য হয়েছে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী উড়োজাহাজ।

ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, আমি ভালো, আমি ভালো। আমরা সবাই প্রার্থনা করেছি। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা ভালো আছি।

হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ভাইস-প্রেসিডেন্ট উড়োজাহাজ পরিবর্তন করবেন। তার সফরের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে না। এটি কারিগরি সমস্যার ব্যাপার। এতে খুব বড় একটা নিরাপত্তা ঝুঁকি ছিল না।

বিমানে থাকা এক সাংবাদিক বলেন, এয়ার ফোর্স টু উড়োজাহাজটি উড্ডয়নের পরে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। কিন্তু খুব স্বাভাবিকভাবেই অবতরণ করতে পেরেছে।

চলতি সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফরে যাবেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অধিকাংশ কাগজপত্রহীন অভিবাসীর উৎস এই দুই দেশ।

 

সূত্রঃ সমকাল