যাত্রাবাড়িতে র‌্যাবের অভিযান, মুহূর্তেই ৬৫ টাকার পিয়াজ হয়ে গেল ৪০ টাকা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়িতে আলু ও পিয়াজের আড়তে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পিয়াজ ও আলু মজুদ করে বেশি দামে বিক্রি করায় এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকাল ৬টায় শুরু হয় অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করছে  র‍্যাব-১০।

সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পিয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এখন পর্যন্ত ১০টি আড়তে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রাবাড়ির পিয়াজের আড়তে প্রবেশ করার পর ৬৫ টাকা কেজির পিয়াজ ৪০ টাকা হয়ে যায়। আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ৭০ টাকা।