রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যত্নেই সুন্দর থাকে হাত-পা 

Paris
অক্টোবর ৮, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক :
আমাদের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশের ক্ষেত্রে সুন্দর হাত-পা অনেক গুরুত্বপূর্ণ। তবে হাত–পায়ের যত্ন নিতে নিয়মিত পার্লারে যাওয়া হয়ে ওঠে না অনেকেরই।
সময়ের অভাবে যারা পার্লারে যেতে পারেন না, তারা ঘরেই নিয়মিত যত্ন নিন। হাত-পায়ের যত্ন নিয়ে বিউটি এক্সপার্ট ফারনাজ আলম বলেন-

হাতের যত্নে যা করতে হবে

•    হাতের ত্বক মসৃণ উজ্জ্বল রাখতে ১ টেবিল-চামচ দারচিনি গুঁড়া, ১ টেবিল-চামচ জায়ফলের গুঁড়া, ২টা ডিমের কুসুম ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

প্যাক মেখে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

•    হাতের কালো দাগ, পোড়া ভাব, আঙুলের ভাঁজে কড়া দাগ তুলতে ময়দা ২ টেবিল চামচ, চিনাবাদাম পেস্ট ১ চা-চামচ পানিতে মিশিয়ে পুরো হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

পায়ের যত্ন যা করবেন
•   রোদে পুড়ে ত্বকে কালো ছোপ পড়তে পারে। তাই নিয়মিত পায়ের যত্ন নিতে হবে।

•    কুসুম গরম পানি ১ বাটি, লবণ ১ আধা চা চামচ, ১ চা-চামচ শ্যাম্পু, অলিভ অয়েল ১ চা-চামচ মিশিয়ে ওই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রেখে পরে ঝামা দিয়ে ভালো করে পায়ের গোড়ালি ঘষতে হবে। এতে মরা কোষ দূর হবে, পা মসৃণ এবং সুন্দর দেখাবে।

•    টক দই আধা কাপ, অলিভ অয়েল ১ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ নিয়ে পেস্ট করে নিন। এই পেস্ট পায়ে স্ক্রাব করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

প্রতিরাতে হাত-পা পরিষ্কার করে ধুয়ে, ভালোমানের ময়েশ্চারাইজার মাখুন।

সর্বশেষ - লাইফ স্টাইল