মোহাম্মদ নবীকে আইসিসির তিরস্কার

সিল্কসিটিনিউজ ক্রিয় ডেস্ক:

আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

 

ঘটনাটা একটি রান আউটকে কেন্দ্র করে। গত রোববার বেলফাস্টে চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। আইরিশ ব্যাটসম্যান এড জয়েস দারুণ এক শটে বল এক্সট্রা কাভারে পাঠিয়ে দেন। রান নিতে গিয়ে বাউন্ডারি হচ্ছে ভেবে ক্রিজের মাঝপথেই থেমে যান আইরিশ ওপেনার।

 

কিন্তু বাউন্ডারি লাইন থেকে বলটা ধরে বোলারকে ফেরত পাঠান ফিল্ডার নবী। বোলার ইয়ামিন আহমেদজাই বোলিং প্রান্তের উইকেট ভেঙে দেন এবং রান আউটের আবেদন করেন। টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা না থাকায় আম্পায়াররা নবীকেই জিজ্ঞেস করেন, তিনি বাউন্ডারি লাইন স্পর্শ করেছেন কি না। নবী জানান, তিনি বাউন্ডারি লাইন স্পর্শ করেননি, ঠিকভাবেই বল ধরে ফেরত পাঠিয়েছেন। রান আউট হন জয়েস।

 

পরে একটা ছবিতে দেখা যায়, নবী স্পষ্টভাবেই বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন। ফলে তাকে আইসিসির আচরণবিধির ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এটাকে ক্রিকেটের স্পিরিটবিরোধী কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাকে কঠোরভাবে তিরস্কার করেছে আইসিসি। নবী ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে শুনানির প্রয়োজন হয়নি।

 

সূত্র: রািইজিংবিডি