মোহনপুরে ২১৬ বোতল এ্যালকোহল ধ্বংস করল জনতা

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় জাহানাবাদ ইউনিয়নে ২১৬ বোতল রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) ধ্বংস করেছে স্থানীয় জনতা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সরেজমিনে গিয়ে জানা গেছে , সোমবার বিকালে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কলাবাগান নামক স্থানে একটি সিএনজি থেকে চালক রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) জাতীয় মাদকদ্রব্যের একটি কার্টুন নামিয়ে দেয়। ওই সময় তাদের মনে সন্দেহ হলে কার্টুনে কী আছে জানতে চাইলে সিএনজি চালক কৌশলে কার্টুন রেখে সিএনজি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাজ উদ্দিন খানকে খবর দিলে তিনি এসে কার্টুন খুলে দেখেন যে এ্যালকোহল আছে তখন তিনি দ্রুত থানা পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পর রাজশাহীর র‌্যাব-৫ এর এএসপি সজলের নেতৃত্বে একটি টিম উপস্থিত হয় এবং স্থানীয়রা তাদের সম্মুখে এ্যালকোহল ধ্বংসের দাবী জানায়। তখন প্রশাসনের উপস্থিতে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়রা এ্যালকোহলের কাঁচের ২১৬ বোতল ধ্বংস করে আগুন লাগিয়ে দেয় ।

স/শা