বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুরে শিক্ষকের দাবিতে ফের স্কুল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Paris
অক্টোবর ১২, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরে শিক্ষকের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করল রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়টিতে নতুন শিক্ষকের পদ সৃষ্টি ও শূন্য পদে শিক্ষকের দাবিতে বৃহস্পতিবার ওই স্কুলের ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার ১১ টায় হঠ্যৎ স্কুল থেকে বেরিয়ে সড়কে নেমে আসে রাজশাহী মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে কাগজ ফেষ্টুন নিয়ে ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত তারা রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবস্থান করে তারা।

তাদের ফেষ্টুনে লেখা, আমাদেও দাবি মানতে হবে, শিক্ষক নিয়োগ দিতে হবে।

এ বিষয়ে স্কুলটির নবম শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন, জেবা খাতুন, সম্পা খাতুন জানান, তাদের স্কুল সরকারি হলেও শিক্ষকের পদ মাত্র ৬ জন। এর মধ্যে মধ্যে দীর্ঘদিন ধরেই গণিত শিক্ষকের পদ শূন্য। কিছু দিন আগে পর্যন্ত স্কুলে পাঁচজন শিক্ষক ছিল।কিন্তু ১৭ আগষ্ট ইংরেজি শিক্ষক কলিম উদ্দিন প্রাং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এখন শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হতে চলেছে।

নবম শ্রেণীর ছাত্রীরা আরো জানান, এখন তাদের স্কুলে ইংরেজী , গণিত ও বিজ্ঞানের শিক্ষক নেই।

৭ম শ্রেণীর ছাত্রীর আয়েশা খাতুন, সানজিদা খাতুন, শোভা খাতুন জানান, বর্তমানে ৪ জন শিক্ষক নিয়ে জোড়াতালি দিয়ে কোন মতে চলছে। কিছুদিন থেকে ক্লাস বন্ধ হওয়ার কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, গত ২০ আগষ্ট ওই স্কুলে শিক্ষার্থীরা শিক্ষকের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শুক্লা সরকার এক সপ্তাহের মধ্যে মধ্যে দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়েছিল। কিন্তু তাদের দাবি পুরণ না হওয়া তারা আবার ও রাস্তায় নেমেছে।

শিক্ষাথীদের এ অবরোধে ফলে দুর পাল্লাসহ অসংখ্য যানবাহন আটকে যায় মুর্হুতের মধ্যে,দীর্ঘ যাজটের সৃষ্টি হয়। পরে তারা উপজেলা স্মৃতিসৌধ সামনে ইংরেজী, গণিত, বিজ্ঞানসহ শিক্ষকের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

শিক্ষার্থীদের শান্ত করতে ছুটে যান উপজেলা প্রশাসনে পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বানেছা বেগম, অফিসার ইনর্চাজ(ওসি) এসএম মাসুদ পারভেজ, ওসি তদন্ত আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া চেষ্টা করেন।

এবং উপজেলা প্রশাসনে পক্ষ থেকে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবেরোধ তুলে নেয়।

মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, স্কুলে ৩০৯ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। এখন ৪ জন শিক্ষক আছে। শিক্ষকের অভাবে সব শ্রেণীর ক্লাস করান্ সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ বলেন, আগামী রোববার জেলা সমন্বয় সভায় বিষয়টি আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর