মোহনপুরে বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযানের উদ্বোধন

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা এবং জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় মোহনপুর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহনপুর সহকারী কমিশনার (ভূমি) মিজা ইমাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহারাম আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী জিএফএম হাসানুল ইসলাম ফারুক, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকতা তৌহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষক মোস্তফা কামাল পাপুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম।

স/শা