মোহনপুরে ‘প্রডিজি কর্মসূচীর জন্য অর্থ ব্যবস্থাপনা শীর্ষক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে অর্থ ব্যবস্থাপনার উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত প্রডিজি কর্মসূচীর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রডিজি কর্মসূচীর ধুরইল ইউনিয়নের প্রশিক্ষিত ৩৬ জন স্বেচ্ছাব্রতী ইয়ূথ লিডার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য করণীয় নির্ধারণ, অর্থ সংস্থান, অর্থ প্রাপ্তি ও ব্যায়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রডিজি কর্মসূচীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের প্রশিক্ষণ সম্পন্নের পর ৪র্থ পর্বের এ প্রশিক্ষণে সবল ও দুর্বল অর্থব্যবস্থাপনার দিকগুলো অংশগ্রহণ পদ্ধতিতে তুলে ধরা হয়। সেই সাথে একটি ভালো অর্থব্যবস্থাপনা কীভাবে কাজকে সফল করে তুলে তারও বর্ণনা দেয়া হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও প্রশিক্ষণে তুলে ধরা হয়। একটি স্বেচ্ছাব্রতী আন্দোলন কে কীভাবে ও সক্রিয় করা যায় তাও উঠে আসে এই প্রশিক্ষণের মধ্যদিয়ে।

প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সাধারণ মানুষের মাঝে ভ্রাতৃত্ববন্ধন মজবুত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি, কার্যকর ওয়ার্ড সভা আয়োজনে ইউপিকে সহযোগিতা করা, ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার স্থাপন ও বাস্তবায়নে সাধারণ নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে সাধারণ নাগরিকদের জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বেচ্ছাব্রতী কাজের মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুস সামাদ, মোহনপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যপাক মো. আসাদ আলী, সহ.অধ্যাপক মো. মফিজুর রহমান মধু, জনপ্রতিনিধি ববিতা খাতুন প্রমূখ।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রডিজি কর্মসূচীর ফিল্ড কোঅর্ডিনেটর (মনিটরিং ও অপারেশন্স) সুব্রত কুমার পাল, প্রোগ্রাম অফিসার মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মাসুম রাসেল ।
স/শ