মোহনপুরে একদিলতলা হাটের অবৈধ পান পট্টি স্থাপনা উচ্ছেদের নির্দেশ

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরের একদিলতলা হাটের অবৈধ পান পট্টি স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে হাট পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এই উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু, ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল। এই সময় তিনি  অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান বলেন গত ১৪২৩ বাংলা সনের তুলনায় ওই হাটের ১৪২৪ বাংলা সনের টোল আদায়ে বেড়েছে রাজস্ব।
জানা গেছে, রাজশাহী মোহনপুর উপজেলায় উপজেলা ৫ নং বাকশিমইল ইউনিয়নের আওতায় রাজশাহী নওগাঁ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোহনপুর ডিগ্রী কলেজ সংলগ্ন বৃহত্তর একদিলতলা হাটবার  প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার হাট বসে। ওই হাটে পান, লগড়,ওয়াশী,সুচ,ছাওন,বাতা পট্টি অবৈধভাবে দখল করে অবৈধভাবে টোল আদায় করত ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।
স/শ