বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুরে অচেতন অবস্থায় তাবলীগ জামায়াতের ১৯ সদস্যকে উদ্ধার

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় অচেতন অবস্থায় তাবলীগ জামায়াতের ১৯ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তারা।

মঙ্গলবার রাতে খাবারের ডালের সাথে চেতনানাশক পাউডার মিশিয়ে খাওয়ানো হয়। এতে তারা অচেতন হয়। তবে চিকিৎসকরা সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, অজ্ঞানের শিকার তাবলীগ জামায়াতের ১৯ সদস্য এখন সুস্থ আছেন। ঘুম কেটে গেলেই তারা স্বাভাবিক হয়ে যাবেন।

পুলিশ জানায়, গতকাল রাতেই তাবলীগের তাদের সাথে এক সঙ্গী রাতের খাবারে ডালের সঙ্গে চেতনানাশক পাউডার মিশিয়ে খাওয়ালে তারা অচেতন হয়ে পড়েন। বিস্তারিত পরে জানানো হবে। 

ওসি আরো জানান, তাবলীগ জামায়াতের ওই সদস্যদের নিকট থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের এক সদস্য পালিয়েছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর