শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

Paris
জুলাই ৫, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে মেঘলা খাতুন (১৪) গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। সে ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ধোপাপাড়া কলেজের পেছনে এ ঘটনা ঘটে। মেঘলা বাবা কাবিল উদ্দিন ধোপাপাড়া বাজারের ক্ষুদ্র মসলা বিক্রেতা।

কাবিল উদ্দিন জানান, তার মেয়ের খুব জেদ ও রাগী প্রকৃতির। কিছুদিন থেকে সে একটি মোবাইল ফোন কিনে চাচ্ছে। কিন্তু আমার তো সাধ্য নাই। শুক্রবার ছিল বিদ্যালয় ছুটির দিন। সকালে উঠে আবার তার ঘরে যায়। সকাল সাড়ে দশটার দিকে তার মা খেতে ডাকলে তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ নামায়।

জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা হেনা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। আজকাল পুঠিয়ায় আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, মানবিক কারণে মেয়েটার লাশের ময়নাতদন্ত করলাম না। তাদের পারিবারিক অনুরোধের কারণে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর