সোমবার , ১ মে ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মে দিবস উপলক্ষে আরইউজের আলোচনা সভা

Paris
মে ১, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মহান মে দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) রাতে নগরীর কাদিরগঞ্জে আরইউজে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত নানা অধিকার রক্ষার দাবি জানিয়ে বলেন, সরকারের আইন অনুযায়ী সাংবাদিকরাও শ্রমিক। তাই সাংবাদিকরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকতে পারেন। কিন্তু প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকদের এই অধিকার খর্ব হবে। সাংবাদিকরা সংবাদমাধ্যমের মালিকপক্ষের কর্মচারীতে পরিণত হবে। তাই সাংবাদিকরা প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের বিরোধিতা করেন। একইসঙ্গে তারা ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োগ না করার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম এবং বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান। সভা পরিচালনায় ছিলেন আরইউজের জ্যেষ্ঠ সদস্য জিয়াউল গনি সেলিম।

সভায় আরও বক্তব্য দেন- আরইউজের জ্যেষ্ঠ সদস্য আজাহার উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান রকি, কাজী নাজমুল ইসলাম, মেহেদী হাসান শ্যামল, রাশিদুল হক রুশো, রায়হানুল ইসলাম, মেহেদী হাসান, রিমন রহমান, গুলবার আলী জুয়েল, মাহাফুজুর রহমান রুবেল, আবদুস সালাম, আবুল কালাম আজাদ, সোহাগ আলী, শাহীন আলম, সুজন আলী প্রমুখ।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর