মেসির সঙ্গে তুলনায় আপত্তি দিবালার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর্জেন্টিনায় লিওনেল মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে পাউলো দিবালাকে। প্রায় সময়ই বার্সেলোনা ফরোয়ার্ডের কাতারে ফেলা হয় তাকে। কিন্তু এমন তুলনায় আপত্তি জুভেন্টাস তারকার।

মেসির সঙ্গে নিজেকে কোনোভাবে মেলাত চান না দিবালা। মার্কাকে তিনি বলেছেন, ‘মানুষকে বুঝতে হবে আমি মেসি নই। আমি দিবালা এবং শুধুমাত্র দিবালাই থাকতে চাই, যদিও আমি বুঝি অনেক তুলনা করা হয় আমাদের।’

এধরনের তুলনা চাপ বাড়ায় মনে করেন দিবালা, ‘মেসি শুধু একজনই, যেমন একজনই ছিলেন ম্যারাডোনা। তাদের মতো খেলোয়াড়ের জায়গায় অন্য কাউকে রাখতে পারেন না। মানুষ আমাকে নিয়ে এধরনের প্রত্যাশা করে, এটা আমার জন্য চাপের। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

২৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ গোল করেছেন। শোনা যাচ্ছে, বার্সেলোনা তার সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও ২০২০ সাল পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ আছে দিবালার।

সূত্র: বাংলা ট্রিবিউন