মেসিকে ব্যালন ডি’অরের জন্য মনোনিত না করার কারণ জানা গেল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আগামী ১৭ই অক্টোবর ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২২ ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এর আগে শুক্রবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে থাকা ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। সেখানে জায়গা হয়নি সাত বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির।  এই আর্জেন্টাইন তারকার নাম না থাকায় খেপেছেন তাঁর ভক্তরা।

এই পরিস্থিতিতে মেসিকে না কারণ জানিয়েছে ‘ফ্রান্স ফুটবল’।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের উপ-প্রধান সম্পাদক এমানুয়েল বোয়ান বলেন, ‘২০০৬ থেকে টানা ১৫ বার ব্যালন ডি’অরের জন্য মনোনিত তালিকায় জায়গা পেয়েছেন মেসি, সাতবার জিতেছেন, এবং এত এত শিরোপা জিতেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর নামটা চলে আসে। ৩০ জনের এ তালিকা প্রস্তুতের সময় আলোচনায় ছিলেন মেসিও। কিন্তু এই পুরস্কারের জন্য নতুন যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, তা মেসির পক্ষে ছিল না।  খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার বিবেচনার বিষয়টি আর নেই, নতুন মডেলে পুরো বছরও নয়, একটা মৌসুম বিবেচনা করা হয়েছে, যে কারণে ২০২১ সালের ১১ জুলাই মেসির কোপা আমেরিকা জয় বিবেচনায় আসেনি। ’

তিনি আরো বলেন, ‘আর এটা স্বীকার করতেই হবে যে, পিএসজিতে মেসির প্রথম মৌসুমটা ভালো কাটেনি। ’

গত বছর সংশোধন করা হয় ব্যালন ডি’অরের নিয়ম। সেই সংশোধিত নিয়ম অনুযায়ী, সেরা খেলোয়াড় বিচারের জন্য সবার আগে ব্যক্তিগত পারফরম্যান্স দেখা হবে। দলগত পারফরম্যান্স আসবে পরে। সে হিসেবে মেসি গত মৌসুমে লিগ ওয়ান জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল না।

 

সুত্রঃ কালের কণ্ঠ