মৃত্যুর ঘন্টা

সাজিয়া সুলতানা মিম

 

পৃথিবী তোমার এই বৃহৎ ঘরে
আমরা কয়েকটা দিনের মেহমান,
আছে ভালোবাসা,আছে মন
আছে আপনজন,আছে অভিমান!

আছে পরে বিশ্বাসের চর্চা করে
কেউ আছে দাড়িয়ে কোনো প্রান্তরে,
হঠাৎ কানে আসে সুখের বাণী
কেউ বা ডুকরে মরছে স্বপ্নের দ্বারে।

বিবেক বড্ড ক্লান্ত
মনুষ্যের আবেগের ভীরে,
সত্য-মিথ্যের কুপি গেছে ঘুমিয়ে
মৃত্যুর ঘন্টা ঘনিয়ে আসছে ধীরে।