মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মিসর সফর ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর

মহানবী মুহাম্মাদ (সা.)-এর কার্টুন প্রকাশের ঘটনার পর ফরাসি পণ্য বয়কটের মুখে পড়েছে ফ্রান্স। এরই মধ্যে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্জ বজায় রাখতে ‍মিসর সফর শুরু করেছেন দেশটির পররাষ্টমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান।

গতকাল রবিবার (৮ নভেম্বর) মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকরির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মিসরের বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় প্রধান আহমদ তাইয়েবের সঙ্গেও দেখা করেন।

সফরকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসলামকে সর্বোচ্চ সম্মান দেখানোর প্রতি গুরুত্বারোপ করছি। মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)-কে সর্বোচ্চ সম্মান দেখানো আমাদের কর্তব্য। মুসলিমরাও ফরাসি সমাজের অংশ।’

তিনি আরো বলেন, ‘আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। আত্মসাৎ করে ধর্মের ব্যবহার করাই সন্ত্রাসবাদ। আমাদের এখন প্রতিরোধ করতে হচ্ছে, একই সঙ্গে বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের স্বাধীনতার জন্যও যুদ্ধ করতে হচ্ছে।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রধান আহমেদ তাইয়েব মহানবী (সা.)-এর নিন্দাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা বলেন।

আহমদ তাইয়েব বলেন, বাক-স্বাধীনতার নামে মহানবীর (সা.)-এর অবমাননা করা হলে আমিই প্রথম এ ধরনের বাকস্বাধীনতার নিন্দা জানাই। কারণ এ ধরনের স্বাধীনতা কেবল ইসলাম নয়, বরং যেকোনো ধর্মকে হুমকির মুখে ফেলে দেয়।

এছাড়া তাইয়েব ‘ইসলামী সন্ত্রাসবাদ’ পরিহারের কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের পরিভাষার ব্যবহার বিশ্বের সব মুসলিমকে আঘাত করে। এ ধরনের পরিভাষা বাস্তবাতার সঙ্গে সাংঘর্ষিক।’

তাইয়েব আরো বলেন, ‘ইউরোপের নেতৃবৃন্দের একথা বুঝতে হবে, যা ঘটছে তা ইসলাম ও মুসলিমদের প্রতিনিধিত্ব করে না। বিশেষত অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সন্ত্রাসবাদের শিকার অন্যদের চেয়ে মুসলিমরাই বেশি হচ্ছে।’

এর আগে গত অক্টোবর মাসে ম্যাখোঁর সমালোচিত মন্তব্যকে আল আজহার প্রধান ‘বর্ণবাদী ও ঘৃণাপূর্ণ’ বলে জানিয়েছিলেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ