মুম্বইতে ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি, মৃত ৬, আটকে অন্তত ২০ জন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৃহস্পতিবার সকাল পৌনে নটা নাগাদ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকায় ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি।ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। এখনও অন্তত ২০ জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। পুরনো ওই বাড়িটিতে প্রায় ৩০জন বসবাস করতেন বলে জানা গিয়েছে।

ডিএসপি মনোজ শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের দক্ষিণ মুম্বইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে শনিবারও মুম্বইয়ের চান্দিভালি এলাকায় বাড়ি ধসে মৃত্যু হয়েছিল ছয় জনের। এ বছর বর্ষা শুরুর আগেই ৭৯১টি পুরনো বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছিল বৃহন্মুম্বই পুরসভা। তবে এই বাড়িটি বৃষ্টির জন্য  ভেঙে পড়েছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন। তবে উড়িয়ে দেওয়া হচ্ছে না সে আশঙ্কাও।

গত ২৫ জুলাই মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চার তলা বাড়ি। এই ঘটনায় মারা গিয়েছিলেন সাত জন।