মুক্তিযুদ্ধের চেতানায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাজশাহী মুক্ত দিবসে বক্তারা

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শহীদের মর্যাদা নিশ্চিত করা না গেলে এই জাতি বিশ্বদরবারে মাথা উচুঁ করতে দাড়াতে পারবে না। আমাদের অগ্রযাত্রা রুখতে নানামুখী ষড়যন্ত্র অতীতে হয়েছে। বর্তমানে সে ধারা চলমান। এর ভেতর থেকেও দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালি জাতির অদম্য লড়াকু মনোবল দেশপ্রেমের শক্তিকে কাজে লাগিয়ে সকল অন্যায় ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

আজ সোমবার ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্ত্বর সাহেববাজার জিরোপয়েন্ট মাদার বখশ্ সড়কে রাজশাহী মুক্ত দিবসের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

যৌথভাবে মুক্ত দিবসের সমাবেশ আয়োজন করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব।

১৮ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজশাহীর অবস্থা ও প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় মুক্তিযুদ্ধের ক্যালেন্ডারী হিসেবের আগেই রাজশাহীতে শুরু হয় যুদ্ধ। কিন্তু কৌশলগত কারণে বিজয় দিবসের একদিন পর হানাদার মুক্ত হয়েছিলো রাজশাহী। ১৮ ডিসেম্বরের এইদিনে রাজশাহীকে শুত্রু মুক্ত ঘোষণা করেছিলেন মুক্তিযুদ্ধকালীন সাত নম্বর সেক্টর লালগোলা সাব সেক্টর ৪ এর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চেধুরী বীর বিক্রম। এরআগে জননেতা আতাউর রহমানের সিপাইপাড়াস্থ বাড়িতে রাজশাহীর কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছিলো। সে বাড়িতে বসেই আনুষ্ঠানিকভাবে রাজশাহী মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা আতাউর রহমানকে সাথে নিয়ে মাদরাসা মাঠে জাতীয় সংগীত পরিবেশনের পর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহীকে শত্রু মুক্ত ঘোষণা করেন মেজর গিয়াস।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং রাজশাহী প্রেসক্লাব জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা আসাদুজ্জামান আসাদ।

ঢাকা থেকে মোবাইলফোনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজ গবেষক সাংবাদিক আহমদ সফিউদ্দিন, রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমানের সন্তান সাইদুর রহমান, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি কমরেড মাসুদ রানা, জয় বাংলা পরিষদ আহ্বায়ক মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ রিপন ও রাজশাহী আকুপ্রেসার সোসাইটি পরিচালক ডা. রওশন আলী।

এরআগে সমাবেশসফল করতে তিনদিনব্যাপী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লিটলেট বিতরণ ও জনসংযোগ করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব।

সমাবেশে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নিউ গভ; ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সাংবাদিক কাজী রকিবউদ্দিন, সেন্ট্রাল কলেজ অধ্যক্ষ প্রতাপ মৃধা, রেডিও পদ্মার উপদেষ্টা সদস্য নয়া রহমান, ব্যবসায়ী নেতা ফরহাদ মাবুদ হাসান, যুবলীগ নেতা ইয়াসির আরফাত সৈকত, সমাজ উন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার প্রমুখ।

স/অ