মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে-বাদশা

নিজস্ব প্রতিবেদক :

‘রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, মুক্তিযোদ্ধারা যে আদর্শ ধারণ করে বাংলাদেশ স্বাধীন করেছিলো তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সবাই অবসরে চলে যায় কিন্তু মুক্তিযোদ্ধাদের কোন অবসর প্রাপ্তি নেই। মুক্তিযোদ্ধাদের চেতনা, কর্মকাণ্ড মানুষজন কে বোঝানোর দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত নিতে হবে।’

শুক্রবার নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সকল মুক্তিযোদ্ধাদের সাথে রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজশাহীর মুক্তিযোদ্ধাদের জন্য ভূমিকা রাখার চেষ্টা করেছি। সংসদ সদস্যদের ক্ষমতা সীমিত। একজন সংসদ সদস্য উন্নয়নের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে না। রাজশাহীর প্রত্যেকটা মুক্তিযোদ্ধার বাড়িতে সোলার প্যানেল দিয়েছি। রাজশাহী শহরে যদি লাইট না থাকে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আলো জ্বলবে।’

এসময় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ১৪ দল রাজশাহীর সমন্বয়ক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবদুল হাদি, বীর প্রতীক বদিউজ্জামান টুনু, বীর প্রতীক ড. শামসুল ইসলাম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যকরী কমিটির সদস্য অ্যাড. মতিউর রহমান, রাজশাহী মহানগর ইউনিট কমান্ড ডাঃ আবদুল মান্নান রাজশাহী জেলা ইউনিট ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাদুল হক।

স/আর