চালাও তব তরবারি।। মুকতার আলী

 

হে নওযোয়ান! হও আগুয়ান
উচ্চকরে মুক্ত তরবারি,
দেখছোনা আজ লুন্ঠিত মানবতা?
শুনছোনা অসহায়ের আহাজারি?
মানুষ আছে মনুষত্বের বড় অভাব,
দেখতে মানুষ, হায়েনার মত স্বভাব।
শুধু শোষন, নিপিড়ন অত্যাচারে ভরা
মানুষ দ্বারাই কলুষিত মানুষের ধরা।

নেই শৃঙ্খল, বন্য পশু অবিকল,
হচ্ছে লালসার শিকার নারী
ঘুরে দাঁড়াও,দু’ হাত বাড়াও
চালাও চালাও তব তরবারি।
না দাঁড়ালে অসহায়ের পাশে
চলবে যুলুম জীবনের বারো মাসে।

সবল করবে দুর্বলের রক্ত সরাব পান,
সময় এখনি,গাও অভয়ের গান।
হে যুবক! মনে রেখ!
তুমিই সত্য, তোমাকেই নিভাতে হবে
মিথ্যের মোষাল বাতি,
তুমিই রবে ধরায় চিরকাল,
মনে রাখবে মানব জাতি।।