রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিশরকে ফাইজারের ৩৬ লাখ ডোজ টিকা দিলো আমেরিকা

Paris
অক্টোবর ৩১, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

মিশরকে ফাইজারের ৩৬ লাখ ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিশর এ টিকা গ্রহণও করেছে। নাগরিকদের টিকার আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার। আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে।

আবদেল গাফফার বলেন, মিশর এখনও পর্যন্ত ৮২ লাখ ফাইজারের টিকা পেয়েছে। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ বলেন, টিকার এবারের চালানটি মিশরের মেডিসিন কর্তৃপক্ষ বিশ্লেষণ করবে। তারপর এগুলো দেশব্যাপী টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে। মন্ত্রণালয়টির একটি সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত আফ্রিকার এ দেশটিতে প্রায় আড়াই কোটি নাগরিক টিকা নিয়েছে। টিকা দেওয়ার কার্যক্রম সম্প্রসারণ করার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, আমেরিকান জনগণ ও সরকার মহামারি মোকাবিলায় মিশরের সঙ্গে কাজ করছে। এর আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেন, তার দেশ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানায় আমেরিকান একটি কোম্পানির টিকা উৎপাদন করবে। এ জন্য তারা একটি চুক্তি করতে যাচ্ছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক