মাহাথির মোহাম্মদে অনুপ্রাণিত জ্যাক মা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ই-কমার্স খাতের একজন স্বপ্নদ্রষ্টার নাম জ্যাক মা। এশিয়ার সবচেয়ে ধনী এবং চীনভিত্তিক আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান তিনি। চীনের হ্যাংঝুতে জন্মগ্রহণকারী জ্যাক মার উত্থান আলিবাবা ডটকম প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তবে আলিবাবা প্রতিষ্ঠায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এশিয়ার আরেক আইকন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দ্বারা। বিলিয়নেয়ার জ্যাক মা সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন। খবর সিএনবিসি।

জ্যাক মা গত সোমবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন, মাহাথির মোহাম্মদ কীভাবে মালয়েশিয়ার রাজধানীকে একটি হাই-টেক ব্যবসা কেন্দ্রে রূপান্তর করেছিলেন, যা কিনা তাকে ডিজিটাল ব্যবসার শুরুতে অনুপ্রাণিত করেছিল। আলিবাবা এরই মধ্যে চীনের প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ২০ বছর আগে সংবাদপত্রে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মাল্টিমিডিয়া সুপার করিডর বা এমএসসি’ শীর্ষক একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি, যা ছিল দেশটিকে আধুনিকায়নের এজেন্ডার একটি অংশ মাত্র।