পরিবহন সেক্টরে নৈরাজ্যই সড়ক দুর্ঘটনার কারণ: মোশাররফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরিবহন সেক্টরে চরম নৈরাজ্যই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, পরিবহন সেক্টরে আজ চরম নৈরাজ্য ও অরাজকতা বিরাজ করছে। নিয়ন্ত্রণহীনভাবে চলছে নৈরাজ্য, চাঁদাবাজি ও লুটপাট। দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, পরিবহন সেক্টরের নৈরাজ্য। সরকার জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শনিবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে তুজারভাংগা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ও পৌর ছাত্রদল এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামসুল হক, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সহ-সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নূরুল আমিন নাঈম সরকার, চেয়ারম্যান মজিবুর রহমান, দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক সরকার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সালাউদ্দিন, বিএনপি নেতা ফারুক আহমেদ রিপন, কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভুঁইয়া, যুবদল নেতা বাবুল মোল্লা, শরিফ চৌধুরী, কামরুজ্জামান ফকির, ওলামা দল নেতা মাওলানা আবদুল লতিফ, ছাত্রদল নেতা আল-আমিন সরকার, আসাদুজ্জামান লিমন, আবদুল বাসেদ, মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন, আইরিন সরকার প্রমুখ।